সিরিয়া ৭ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি করেছে

এই প্রকল্পের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক পূরণ করতে সক্ষম হবে।

নয়া দিগন্ত অনলাইন
কাতারি, মার্কিন ও তুর্কি কোম্পানির প্রতিনিধিদের সাথে প্রেসিডেন্ট আহমেদ শারা
কাতারি, মার্কিন ও তুর্কি কোম্পানির প্রতিনিধিদের সাথে প্রেসিডেন্ট আহমেদ শারা |বাসস

যুদ্ধবিধ্বস্ত বিদ্যুৎ খাত পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়া বৃহস্পতিবার কাতারি, মার্কিন ও তুর্কি কোম্পানির একটি কনসোর্টিয়ামের সাথে ৭ বিলিয়ন ডলারের একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে।

দামেস্ক থেকে এএফপি জানিয়েছে, এই চুক্তিটি সিরিয়ার প্রেসিডেনশিয়াল প্যালেসে সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সিরিয়ায় মার্কিন দূত থমাস ব্যারাক।

এই প্রকল্পের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক পূরণ করতে সক্ষম হবে।

সূত্র : এএফপি/বাসস