ইয়েমেনের সানায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪২ জন।
হাউছি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে হামলায় আটজন নিহত এবং ১৪২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইলি হামলায় বেসামরিক ও পরিষেবা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হাউছি জেনারেল স্টাফের সদর দফতর, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং সামরিক শিবির অন্তর্ভুক্ত ছিল।
ধাহবান বিদ্যুৎকেন্দ্র এবং বেশ কয়েকটি আবাসিক এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হাউছি পরিচালিত আল মাসিরাহ টিভি।
অপরদিকে ইয়েমেনি বাসিন্দারা জানান, সানার দক্ষিণ ও পশ্চিমের এলাকাগুলোতে হামলা চালানো হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি ছিল। এলাকাটি ধুলোয় ঢাকা ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কয়েক ডজন নারী ও শিশুকে রক্তাক্ত দেখেছি।’
এর আগে, বুধবার হাউছি বিদ্রোহীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে ড্রোন হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
সূত্র : রয়টার্স