মিসরে চলমান হামাস-ইসরাইল সংলাপে যোগ দিচ্ছেন দুই মার্কিন প্রতিনিধি। বুধবার (৮ অক্টোবর) শর্ম আশ-শায়েখ শহরে পৌঁছেছেন তারা।
স্কাই নিউজের খবরে বলা হয়েছে, মিসরের শর্ম আশ-শায়েখ শহরে চলছে হামাস-ইসরাইল সংলাপ। সেখানে গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করছে উভয়ের প্রতিনিধি দল। ওই আলোচনায় অংশগ্রহণ করবেন মার্কিন প্রশাসন কর্তৃক প্রেরিত দুই প্রতিনিধি।
সূত্রটি আরো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সাথে একটি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গাজা পরিকল্পনার ধারাগুলো এগিয়ে নেয়ার পথ ও পন্থা নিয়ে আলোচনা করা হয়। এরপর ওই দুই প্রতিনিধিকে মিসর পাঠানো হয়।
সূত্র : স্কাই নিউজ