গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরাইলের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সোমবার (১৫ ডিসেম্বর) আদালতের আপিল বিভাগ ইসরাইলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে এই আবেদনটি খারিজ করে দেয়।
আইসিসির আপিল বিভাগের বিচারকরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এ সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের এখতিয়ারাধীন অপরাধের তদন্তে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পরের ঘটনাগুলোকেও অন্তর্ভুক্ত থাকতে পারে, যে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল।
এই রায়ের ফলে তদন্ত অব্যাহত থাকবে এবং গত বছর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে।
ইসরাইল হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে। দেশটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে আসছে। ইসরায়েল বলছে, ৭ অক্টোবরের হামলার পর হামাসকে নির্মূল করতেই তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।
আইসিসির এই রায় ইসরাইলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মাত্র একটি বিষয়ে প্রযোজ্য। আদালতের এখতিয়ার ও ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে কবে সিদ্ধান্ত আসবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানানো হয়নি।
সূত্র : দ্য টাইমস অব ইসরাইল



