তুরস্কে ৫৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ জুলাই

তাপপ্রবাহের কারণে কিছু এলাকায় পানি সঙ্কটের আশঙ্কাও দেখা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

তুরস্কে গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ জুলাই মাস রেকর্ড করা হয়েছে বলে শনিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

আঙ্কারা থেকে এএফপি জানায়, দেশটির ২২০টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৬৬টিতে তাপমাত্রা পূর্ববর্তী বছরের তুলনায় গড়ে ১.৯ ডিগ্রি বেড়েছে বলে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে।

গত জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিলোপি শহরে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা তুরস্কের ইতিহাসে সর্বোচ্চ।

শিরনাক প্রদেশে অবস্থিত সিলোপি শহরটি ইরাক ও সিরিয়ার সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।

এটি ২০২৩ সালের আগস্টে পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে রেকর্ড হওয়া ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াসের পূর্ববর্তী সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে তুরস্ক তীব্র গরমের পাশাপাশি একাধিক বন আগুনের মুখোমুখি হয়েছে। গত মাসে দেশের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর চেষ্টায় ১৪ জন প্রাণ হারান।

গত শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় চানাক্কালে প্রদেশে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের কারণে শত শত মানুষকে সরিয়ে নেয়া হয় এবং ব্যস্ত দার্দানেলস প্রণালীতে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।

তাপপ্রবাহের কারণে কিছু এলাকায় পানি সঙ্কটের আশঙ্কাও দেখা দিয়েছে। এজিয়ান সাগরের তীরে অবস্থিত পর্যটনকেন্দ্র চেশমে শহরে ২৫ জুলাই থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য ট্যাপের পানি সরবরাহ সীমিত করা হয়েছে।

সূত্র : এএফপি