ইসরাইলের পার্লামেন্ট নেসেটে আজ সোমবার বিকেলে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঘণ্টাব্যাপী ওই ভাষণের বেশিরভাগ অংশই তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুণগান গেয়ে ব্যয় করেছেন।
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টাকে মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক ‘ঐতিহাসিক ভোর’ বলে মন্তব্য করেছেন।
যুদ্ধ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসরাইল ‘যতটা সম্ভব জিতেছে’ এবং এখন ‘পুরো মধ্যপ্রাচ্যের জন্য’ শান্তির সময়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প তাকে ‘অসাধারণ সাহসী মানুষ’ বলে অভিহিত করেছেন।
অস্ত্রই শেষমেশ শান্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরো বলেন, ‘বিবি (বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম) আমাকে অনেকবার ফোন করে অস্ত্র চেয়েছিল। এতবার যে ইসরাইল শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছে... এটাই শান্তির পথে পরিচালিত করেছে।’
হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার প্রসঙ্গও ভাষণে আনেন ট্রাম্প।
এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির বিচার চলছে, সেটি ‘ক্ষমা’ করার জন্য ইসরাইলের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন ট্রাম্প।
ভাষণ শেষ করার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরাইলকে ভালোবাসি এবং সব সময় তোমাদের সাথে আছি।’
সূত্র : বিবিসি