ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার (২৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অসম্মানজনক ও অগ্রহণযোগ্য’ মন্তব্যের নিন্দা করেছেন। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘সহিংস ও অপমানজনক মৃত্যু’ থেকে রক্ষা করার দাবি করার পর ইরান এ নিন্দা জানিয়েছে।
তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় আরাগচি বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির ব্যাপারে সৎ হন, তাহলে তার উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে দূরে থাকা এবং তার লাখ লাখ ভক্তের অনুভূতিতে আঘাত দেয়া থেকে বিরত থাকা। মহান ও শক্তিশালী ইরানি জনগণ হুমকি এবং অপমানকে সদয়ভাবে গ্রহণ করবেন না বলেও জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এই হামলার মাধ্যমে, ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘাতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের বোমা হামলায় ওয়াশিংটনও যোগ দিয়েছে।
গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে, গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘাতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরাইলের বোমা হামলায় যোগ দেয়।
শনিবার ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে খামেনির অকৃতজ্ঞতার অভিযোগ এনে ইরানি নেতাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছেন বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানান।
সূত্র : বাসস