ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা এসটিসির

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি আগামী দু’বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে; তবে আন্তর্জাতিক আলোচনায় অগ্রগতি না হলে আগেভাগেই স্বাধীনতা ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা এসটিসির
ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা এসটিসির |সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে আগামী দু’বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)।

শুক্রবার (২ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গোষ্ঠীটির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি এ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমরা দু’বছর মেয়াদী রূপান্তরকাল বা ক্রান্তিকালীন পর্ব শুরুর করার ঘোষণা দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।’

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনা না বসে বা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর কোনো হামলা হয়, তবে ‘অবিলম্বে’ স্বাধীনতা ঘোষণা করা হবে।

ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার আল-খানবাশিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ‘ন্যাশনাল শিল্ড’ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার পর থেকে এ লড়াই শুরু হয়েছে। সরকার তাকে পুরো সামরিক, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেছে। তাদের দাবি অনুযায়ী, নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা