ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

ডিউটির সময় বহন করা অস্ত্র থেকে হঠাৎ গুলি বেরিয়ে গেলে ওই বিএসএফ সদস্য আহত হন।

নয়া দিগন্ত অনলাইন
বিএসএফ সদস্য
বিএসএফ সদস্য |সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সীমান্তে কর্তব্যরত অবস্থায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।

তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং ধর্মনগরের মাহেশপুর এলাকায় দায়িত্বে ছিলেন। আহত অবস্থায় সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি সারারাত ধর্মনগর হাসপাতালে ছিলেন। পরে সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি পান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এটি দুর্ঘটনাজনিত ঘটনা। ডিউটির সময় বহন করা অস্ত্র থেকে হঠাৎ গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন।

সূত্র : ত্রিপুরা টাইমস