অধিকৃত পশ্চিমতীরে এক ইহুদি যুবকের উপর হামলা করেছে ইসরাইলি বাহিনী। সোমবার (১৫ অক্টোবর) মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি গণমাধ্যম প্রথমে জানিয়েছে, কেদুমিম বসতির কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এরপর সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে ইসরাইলি সেনাবাহিনী গুলি চালায়।
পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিটি ২৩ বছর বয়সী এক ইসরাইলি ইহুদি যুবক। সেনারা তাকে ছুরিকাঘাতের অভিযোগে সন্দেহ করার পর ঘটনাস্থলেই তাকে গুলি করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিচয় স্পষ্ট হওয়ার আগেই ইসরাইলি বাহিনী গুলি চালায়। পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত জানা যায়নি।
সূত্র : মিডল ইস্ট মনিটর



