হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিমতীরে বিক্ষোভকারীদের ওপর যে দমন অভিযান চালাচ্ছে, তার সাথে বায়তুল মোকাদ্দাস দখলদার ইসরাইলের সহযোগিতা ও সমর্থন রয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা আবদুল রহমান শাদিদ এক বিবৃতিতে বলেছেন, গাজার সাথে ধর্মীয় ও জাতীয় সংহতি জানাতেই পশ্চিমতীরের জনগণ বিক্ষোভ করছে। তাই তাদের এভাবে দমন করা উচিত নয়। তাদের অংশগ্রহণকারীদের নির্যাতিত করা উচিত নয়। বরং তাদের সমর্থন করা উচিত।
আব্দুর রহমান শাদিদ ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীদের দমনপীড়ন বন্ধ করার এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন।
এই হামাস নেতা গাজার সমর্থনে জনসাধারণের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং প্রচারণা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। যেন এই অঞ্চলের ওপর ইসরাইলি অবরোধ ভেঙে যায় এবং ইসরাইলের আগ্রাসন বন্ধ হয়।
গতকাল (শুক্রবার) গাজায় দুর্ভিক্ষের অবসানের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিমতীরের জনগণ বিক্ষোভ করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেয়।
শুক্রবার গাজা উপত্যকায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানিয়ে করা উত্তরপশ্চিম তীরের নাবলুসে একটি মিছিলকে দমন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী।
সূত্র : পার্সটুডে