ডুর্যান্ড লাইন হলো ১৮৯৩ সালে ব্রিটিশ নির্ধারিত দুই দেশের আন্তঃসীমানা। এই সীমানাকে পাকিস্তান স্বীকার করলেও মানে না আফগানিস্তান।
তবে কাবুল মনে করে, ডুর্যান্ড লাইনের দুই পাশের কার্যক্রম উভয় পক্ষের সম্মতিতে নিয়ন্ত্রিত হওয়া উচিৎ।
ডুর্যান্ড সীমানারেখাটি আফগান ও পাকিস্তান নিয়ন্ত্রিত পাহাড়ি এলাকা দিয়ে প্রবাহিত। আর এই সীমান্তরেখাটিই কয়েক দশক ধরে দুই দেশের মাঝে অমীমাংসিত রয়ে গেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস বলেছিলেন যে আমরা কখনো এই সীমান্তরেখা মেনে নেব না।
তিনি আরো বলেন, বর্তমানে আফগানিস্তানের অর্ধেক অংশ নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। আর তা হলো ডুর্যান্ড লাইনের অপর অংশ।
ওই বক্তব্যে তিনি ডুর্যান্ড লাইনকে কাল্পনিক সীমান্ত রেখা হিসেবে আখ্যা দেন।
সূত্র : আল জাজিরা