বোকামি বন্ধ করুন, নেতানিয়াহুকে ইসরাইলি সাবেক সেনাপ্রধান

ইসরাইলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই বোকামির জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই বোকামির জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

এ সময় তিনি বোকামি বন্ধ করতে ইসরাইলি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান।

গাদি আইজেনকট মন্ত্রিসভার বৈঠকের আগে এক্স বার্তায় লেখেন, এটাই শেষ কথা। এই বোকামি বন্ধ করুন, যার জন্য আমাদের ভীষণ মূল্য দিতে হবে।

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, সেই দিনের ব্যর্থ নেতৃত্বই আজ আবার ভুল করছে।

সূত্র : পার্সটুডে