লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরাইলি বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন। গত নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তা সত্ত্বেও ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জারমাক-খারদালি সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি হামলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাটি ইসরাইলেরে সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলা হিজবুল্লাহ যোদ্ধা ও তাদের অবস্থান লক্ষ্য করে করা হচ্ছে।
এক বছরেরও বেশি সময় ধরে চলা বৈরিতা এবং দুই মাসের সরাসরি যুদ্ধের অবসান ঘটাতে নভেম্বরে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি করে। কিন্তু এরপরও হামলা অব্যাহত রয়েছে।
এছাড়া ইসরাইল দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন রেখেছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
জাতিসঙ্ঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ১০৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। সংস্থাটি এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
তীব্র মার্কিন চাপ ও ইসরাইলি সামরিক অভিযানের আশঙ্কায় লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করছে। দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে এ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে।
সূত্র : বাসস