যুদ্ধের মোড় গাজা থেকে লেবাননের দিকে ঘুরিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেফ আওন। শনিবার (১১ অক্টোবর) পূর্ব লেবাননে ইসরাইলি হামলার পর এই আহ্বান জানান তিনি।
লেবানিজ প্রধানমন্ত্রী এক এক্সবার্তায় বলা হয়, ‘আবারো ইসরাইলি আগ্রাসনের কবলে লেবাননের দক্ষিণাঞ্চল। কোনো কারণ ছাড়াই তারা সেদিকে হামলা পরিচালনা করছে।’
তিনি আরো বলেন, তবে এই আগ্রাসন স্পর্শকাতর এজন্য যে এটি গাজায় যুদ্ধ বন্ধ চুক্তি হওয়ার পরে ঘটেছে। ফলে এটি আমাদের সামনে মৌলিক চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপিত হয়েছে।
আউন আরো বলেন, ‘লেবাননের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি মৌলিক চ্যালেঞ্জ তৈরি করে, যার মধ্যে রয়েছে লেবাননের কেউ গাজাকে আগুন ও হত্যার মাধ্যমে রাজনৈতিক জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা নিশ্চিত করার জন্য ক্ষতিপূরণ দেয়ার কথা বিবেচনা করছে কিনা, তা নিয়ে প্রশ্ন।’
সূত্র : আনাদোলু এজেন্সি