ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সবচেয়ে বড় লঙ্ঘনের মধ্যে এটি একটি।
বুধবার (১৯ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলাগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকাসহ তিনটি নির্দিষ্ট স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে।
এছাড়াও পূর্ব গাজা সিটি এলাকার শুজাইয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো অবস্থান করছিল এমন একটি সংযোগস্থলে এবং জেইতুন এলাকার একটি ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা-মা ও তাদের তিন সন্তান রয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, ‘গাজাজুড়ে ফিলিস্তিনিরা প্রতিদিনই ভয়াবহতার মুখোমুখি হচ্ছে। ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর বোমা হামলা থামেনি। যুদ্ধ এখনো চলছে এবং চলমান সহিংসতার কারণে ফিলিস্তিনিরা এখনো মারা যাচ্ছেন।’
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, বুধবার গাজাজুড়ে ‘হামাসের লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণে খান ইউনিসে তাদের সৈন্যরা গুলিবিদ্ধ হয়েছিল।
কিন্তু হামাস ইসরাইলি বাহিনীর ওপর গুলি চালানোর দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি গাজায় ‘ইসরাইলের অপরাধ ও লঙ্ঘনকে ন্যায্যতা দেয়ার একটি ক্ষীণ ও স্বচ্ছ প্রচেষ্টা’।
সূত্র : আল জাজিরা



