তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে দাবানলের বিরুদ্ধে লড়াই করার সময় কমপক্ষে ১০ জন অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বুধবার বলেছেন, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলে আটকা পড়েন। তাদের মধ্যে পাঁচজন বনকর্মী ও পাঁচজন উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে।
তিনি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এ সময় দমকলকর্মী ও উদ্ধারকর্মীরদের আগুন ঘিরে ধরে। পরে দ্রুত তাদের হাসপাতালে নেয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ইব্রাহিম ইউমাকলি আরো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচজন বনকর্মী ও পাঁচজন উদ্ধারকর্মীকে হারিয়েছি।’
এদিকে তুরস্কের সংবাদমাধ্যম বিরগুন জানিয়েছে, ওই কর্মীরা আগুনের মধ্য আটকে পড়ে ‘জীবন্ত দগ্ধ’ হন।
রোববার থেকে তুরস্কে তীব্র তাপদাহ চলছে। উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার কারণে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘জীবনের বিনিময়ে যারা আমাদের বন রক্ষায় লড়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও জাতির প্রতি সমবেদনা জানাচ্ছি।’