ফিলিস্তিনি বন্দীদের কুমিরে ঘেরা কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রোববার (২২ ডিসেম্বর) ইসরাইলের একাধিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরাইল প্রিজন সার্ভিস (আইপিএস) জেল ভাঙার প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে ‘একটি অস্বাভাবিক প্রস্তাব’ পর্যালোচনা করছে।
ইসরাইলি মানবাধিকার সংস্থা বি‘তসেলেমের চেয়ারম্যান অরলি নয় বলেছেন, এই পরিকল্পনাটি ইসরাইল বর্তমানে যে নরখাদক পর্যায়ে রয়েছে, তার আরেকটি ভয়াবহ উদাহরণ।
সূত্র : মিডল ইস্ট আই


