ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা শনিবার (৩০ আগস্ট) ইসরাইলি হামলায় তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় গোষ্ঠীর সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মেহেদী আল-মাশাত বলেছেন, ‘আমরা আল্লাহ’র কাছে, প্রিয় ইয়েমেনি জনগণ এবং শহীদ ও আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিশোধ নেব।’
তিনি বিদেশী কোম্পানিগুলোকে ‘অনেক দেরি হওয়ার আগে’ ইসরাইল ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেন।
এদিকে আইডিএফ জানিয়েছে, রাজধানী সানায় একটি বৈঠকে অংশ নেয়ার সময় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালিয়ে রাহাভিসহ হাউছির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।
নিহতদের মধ্যে হাউছিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণ এবং শ্রম মন্ত্রী রয়েছেন বলে জানায় সৌদি সংবাদমাধ্যম আল-হাদাত।
অন্যদিকে হাউছিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই হামলায় আরো বেশ কয়েকজন মন্ত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতরভাবে আহত হয়েছেন। এতে আরো বলা হয়েছে, হাউছিদের উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন।
সূত্র : এএফপি/বাসস