ইসরাইলি আগ্রাসনে গাজার রূপটাই পরিবর্তন হয়ে গেছে। এক সময়ের উঁচু উঁচু দালান এখন আর অক্ষত নেই। কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু ভগ্নদশার উপর আগ্রাসনের চিহ্ন হিসেবে অবশিষ্ট রয়েছে। আল জাজিরার একটি চিত্র প্রতিবেদনে বিধ্বস্ত গাজার বিরান এক দৃশ্য উঠে এসেছে। আমরা ওই চিত্রগুলো নিম্নে তুলে ধরছি-

এই ছবি গাজার রয়টার্সের প্রতিনিধি আলা আল সুকনি তুলেছেন

এসব এলাকা এমনভাবেই বিরান হয়ে গেছে যে বিশেষ চিহ্ন ছাড়া স্থানীয়রাও নিজ নিজ বাড়ি-ঘর চিহ্নিত করতে পারছে না।

নগরীর অবস্থা এখন এতটাই ভগ্নদশায় পৌঁছেছে যে তাকে আগের অবস্থায় ফেরাতে বছরের পর বছর পরিশ্রম করতে হবে।

এই ছবিগুলো বার্তা সংস্থা রয়টার্সের গাজার প্রতিনিধি আলা আল সুকনি তুলেছেন। আল জাজিরার তার ছবিগুলো নিজেদের ওয়েবসাইটে শেয়ার করেছে।



