পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে তীব্র শীতে তিন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। তারা অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন বলে শনিবার আফগান সেনাবাহিনীর স্থানীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সেনা কর্মকর্তা বলেন, অবৈধভাবে ইরান-আফগানিস্তান সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তীব্র শীতের কারণে তিনজন মারা গেছে।
তিনি আরো জানান, কোহসান এলাকার পাহাড়ি অঞ্চলে এক রাখালও শীতে মারা গেছে।
সেনা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত বুধবার ইরানে প্রবেশের চেষ্টাকালে আফগান সীমান্ত বাহিনীর বাধার সম্মুখীন হওয়া একটি দলের সদস্য ছিল তারা।
সেনা কর্মকর্তা বলেন, ‘বুধবার রাতে তল্লাশি চালানো হলেও লাশগুলো বৃহস্পতিবার পাওয়া যায়।’
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ ১৮ লক্ষাধিক আফগানকে ফেরত পাঠিয়েছে। সংস্থাটি জানায়, এর বেশিরভাগই ছিল ‘জোরপূর্বক ও বাধ্যতামূলক প্রত্যাবাসন।’
এদিকে, চলতি সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আফগান নাগরিকদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, ফেরত পাঠানো ব্যক্তিদের জন্য সত্যিকারার্থে গুরুতর ক্ষতির ঝুঁকি রয়েছে।
সূত্র : এএফপি/বাসস



