অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ ঘোষণা করেছেন, সেপ্টেম্বর মাসে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
আলবেনিজ বলেছেন, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে এমন কিছু প্রতিশ্রুতি পেয়েছে যার মধ্যে রয়েছে অস্ত্রবিরতি, সাধারণ নির্বাচন আয়োজন ও ইসরাইলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করা।
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই রাষ্ট্রের সমাধান মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করার এবং গাজার সঙ্কট, সঙ্ঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটানোর মানবতার শ্রেষ্ঠ প্রত্যাশা।
তবে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ইসরাইল বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে’।
আলবেনিজ জানান, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর যে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে হামাসের কোনো অংশ থাকবে না।
এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটি সুযোগের মুহূর্ত এসেছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলেমিশে এই সুযোগ কাজে লাগাবে।’
গত রোববার সিডনিতে প্রো-ফিলিস্তিনি সমর্থকরা সিডনি হারবার ব্রিজে প্রতিবাদ মিছিল করেন, যা একটি আদালতের নির্দেশনার পর অনুষ্ঠিত হয়।