গাজায় ধ্বংসস্তুপ থেকে আরো ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ‍শুরু ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ৯৪ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গাজা সিটির মধ্যাঞ্চল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং দেইর আল-বালাহর একটি কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জন্য আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে স্থানান্তর করা হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, স্বাস্থ্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা এলোমেলোভাবে বিভিন্ন স্থানে সমাহিত হাজার হাজার লাশ গাজার কবরস্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে।

গাজায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরাইলের হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ জন নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো এক লাখ ৭১ হাজার ১০০ জনেরও বেশি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি