ইসরাইল আন্তর্জাতিক আইন না মানার ফল আজকের গাজা পরিস্থিতি : জাতিসঙ্ঘ

গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু, ধ্বংসযজ্ঞ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি ইসরাইলি নীতির ফসল, যা আন্তর্জাতিক আইনবিরোধী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাসীনতার প্রতিফলন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা |সংগৃহীত

জাতিসঙ্ঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু, ধ্বংসযজ্ঞ, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি ইসরাইলি নীতির ফসল, যা আন্তর্জাতিক আইনবিরোধী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাসীনতার প্রতিফলন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে বলেন, গাজায় শোচনীয়ভাবে বন্দী হয়ে পড়া বেসামরিক নাগরিকদের সহায়তা করুন, হেগের আন্তর্জাতিক আদালতের নির্দেশনা বাস্তবায়ন করুন এবং যুদ্ধ বন্ধ করুন।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী সম্প্রতি গাজার জনগণের বিরুদ্ধে বাধ্যতামূলক উচ্ছেদের নির্দেশ জারি করেছে, যা দুর্ভিক্ষের সতর্কতা ঘোষণার দুই সপ্তাহ পর এবং তীব্র সামরিক হামলার ছায়ায় সংঘটিত হয়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টেফান দোজারিকও গাজায় ইসরাইলি হামলা ও বাধ্যতামূলক উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব হামলা আরো বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটাচ্ছে।

সূত্র : পার্সটুডে