লড়াই বন্ধে একমত কুর্দি ও সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) আলেপ্পোতে ভ্রাতৃঘাতী লড়াই বন্ধে সম্মত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লড়াই বন্ধে একমত কুর্দি ও সিরিয়ার সেনাবাহিনী
লড়াই বন্ধে একমত কুর্দি ও সিরিয়ার সেনাবাহিনী |সংগৃহীত

সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) আলেপ্পোতে ভ্রাতৃঘাতী লড়াই বন্ধে সম্মত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি-নেতৃত্বাধীন এসডিএফ উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ভ্রাতৃঘাতী লড়াই বন্ধে সম্মত হয়েছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সিরিয়া সফরকে কেন্দ্র করে এই লড়াই শুরু হয়েছিল। এতে একাধিক বেসামরিক লোক নিহত ও অনেকেই আহত হয়েছে। এরপর সোমবার উভয় পক্ষের সম্মতিতে লড়াই বন্ধ হয়।

সূত্র : আল জাজিরা