বুধবার রাত থেকে শুরু হওয়া দাবানলে ইসরাইলের অন্তত ৫ হাজার একর ভূমি ধ্বংস হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় বাতিল করা হয়েছে জাতীয় দিবসের সকল কার্যক্রম।
শনিবার (৩ মে) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি জাতীয় তহবিল জানিয়েছে যে বুধবার রাতে ঘটে যাওয়া ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে প্রায় ২০ হাজার দুনাম (তথা ৫ হাজার একর) জমি ধ্বংস হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের কারণে ইসরাইলের বেশিরভাগ স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ধ্বংস হওয়া জমির মধ্যে প্রায় ১৩ হাজার দুনাম ( তথা ৩,০০০ একর) ছিল বনভূমি। এর মধ্যে পশ্চিমতীরের কানাডা পার্কের প্রায় ৭০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে।
ধ্বংসের মাত্রা ২০১০ সালের কারমেল দাবানলের মতোই ছিল। পার্থক্য হলো সেই অগ্নিকাণ্ডে ৪৪ জন মারা গিয়েছিল। তবে এবারের জেরুজালেম পাহাড়ের আগুনে গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : টাইমস অফ ইসরাইল