ইরানের কারাগারে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসঙ্ঘ

রাজনৈতিক বিদ্রোহী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ হাজার হাজার বন্দি আছে এই কারাগারে।

নয়া দিগন্ত অনলাইন

ইরান সোমবার বলেছিলো, ইসরাইল এভিন কারগারে হামলা চালিয়েছে এবং এর অংশবিশেষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে বিবিসি জানিয়েছে, জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক অফিস বলছে, ‘এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।’

ইসরাইলের নাম উল্লেখ না করে সংস্থাটির মুখপাত্র থামিন আল-খিতান বলেন, ‘এভিন কারাগারটি কোনো সামরিক স্থাপনা নয় এবং একে লক্ষ্যবস্তু করা আন্তজার্তিক মানবাধিকার বিষয়ক আইনের মারাত্মক লঙ্ঘন।’ তিনি জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

রাজনৈতিক বিদ্রোহী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ হাজার হাজার বন্দি আছে এই কারাগারে।

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টিভি ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে ওই হামলায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিলো।

সূত্র : বিবিসি