গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা ট্রাম্পের

চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিসরের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়ার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তির ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘২০ জন পণবন্দী ফিরে এসেছেন এবং তারা ভালো বোধ করছেন।’

তিনি আরো বলেন, ‘একটি বড় বোঝা নেমে গেছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী লাশ ফেরত দেয়া হয়নি। দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে।’

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, হামাস ও ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। ২০ জন ইসরাইলি পণবন্দীর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে ইসরাইলের ওফার সামরিক কারাগার ও নেগেভের অন্যান্য কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে, ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার মিসরের শারম আল-শেখে একটি উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলন আহ্বান করেন। সম্মেলনটিতে ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বিশ্ব নেতাদের একত্রিত করা হয়।

মার্কিন চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি