নেতানিয়াহুর অসুস্থতার খবর দিলো ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

বুধাবার (১৫ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, তেল আবিবের একটি জেলা আদলতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার প্রচুর পরিমাণে কাশি ও ঠাণ্ডা ভাব দেখা দিয়েছিল। স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার আহ্বান জানান। পরে বিচারকরা তার মতে সায় দেন।

তিনি আদালতকে বলেন, সর্দির কারণে আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার এক নাগাড়ে দীর্ঘ সময় কোনো কাজ করতে বারণ করেছেন।

উল্লেখ্য, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে মুক্তি দেয়ার জন্য ইসরাইলি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছিলেন।

সূত্র : স্কাই নিউজ