ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

উচ্চ চাহিদার মাসগুলোতে ইরান বিদ্যুৎ ঘাটতিতে ভোগে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে কেবল একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে

নয়া দিগন্ত অনলাইন
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি |সংগৃহীত

ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে রাশিয়ার সাথে তেহরান বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম এ তথ্য জানিয়েছে।

মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ এবং ইরানের শীর্ষ পরমাণু কর্মকর্তা ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। রোসাটম চুক্তিটিকে একটি ‘কৌশলগত প্রকল্প’ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে, মোহাম্মদ ইসলামি চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন, ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে তেহরানের আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উচ্চ চাহিদার মাসগুলোতে ইরান বিদ্যুৎ ঘাটতিতে ভোগে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে কেবল একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। রাশিয়ার নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির ক্ষমতা প্রায় এক গিগাওয়াট।

ইরানের সাথে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়া চলতি বছরের শুরুতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানায়। ওই হামলার উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ইরান বরাবরই বলে আসছে, তাদের এমন কোনো উদ্দেশ্য নেই।

সূত্র : রয়টার্স