ইসরাইলি সেনাদের গাজায় বলপ্রয়োগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু গাজায় উগ্রবাদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশনা জারি করেছেন। তিনি নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ ও প্রতিরক্ষামন্ত্রীর সাথে পরামর্শ শেষে এই নির্দেশনা জারি করেন।
ইসরাইলি বাহিনী এর আগে দাবি করেছিল যে হামাস যোদ্ধারা হলুদ রেখার ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা গাজা উপত্যকার অন্তত ২০টি স্থানে হামলা চালিয়েছে।
তবে তাদের ওই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একইসাথে যুদ্ধবিরতির প্রতিটি ধারা মেনে চলার প্রতি ইসরাইলকে আহ্বান জানানো হয়েছে।
সূত্র : স্কাই নিউজ



