পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি পরিদর্শনে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার

চলতি বছরের জুলাই মাসে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতায় দুই মার্কিন নাগরিক নিহত হন। এর মধ্যে তিনি পশ্চিমতীরে এই সফর করলেন।

নয়া দিগন্ত অনলাইন
মাইক জনসন
মাইক জনসন |সংগৃহীত

মার্কিন কংগ্রেসের শীর্ষ আইনপ্রণেতা মাইক জনসন অধিকৃত পশ্চিমতীরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করেছেন। তার পরিদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সোমবারের (৪ আগস্ট) এই সফর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরই মাইক জনসনের অবস্থান। পশ্চিমতীরে ইহুদি বসতি পরিদর্শন করা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা তিনি।

চলতি বছরের জুলাই মাসে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতায় দুই মার্কিন নাগরিক নিহত হন। এর মধ্যে তিনি পশ্চিমতীরে এই সফর করলেন।

গাজায় নৃশংস আক্রমণ ও অবরোধ চলা অবস্থায় ইসরাইলি সেনাবাহিনী পশ্চিমতীরেও প্রাণঘাতী অভিযান, বাড়িঘর ভাঙচুর এবং বাস্তুচ্যুতির লক্ষ্যে তাদের অভিযান তীব্র করেছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জনসনের এই সফর ‘সহিংসতার চক্রের অবসান’ করার জন্য আরব ও মার্কিন প্রচেষ্টার পাশাপাশি বসতি স্থাপনকারীদের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে ওয়াশিংটনের জনসাধারণের অবস্থানের বিরোধিতা করে।

এতে আরো বলা হয়েছে, ‘মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সব বসতি স্থাপন কার্যকলাপ অবৈধ ও বেআইনি। এটি দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন ও শান্তি অর্জনের সুযোগকে ক্ষুণ্ন করে।’

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জনসন সোমবার রামাল্লাহর উত্তরে অ্যারিয়েল এলাকায় ইহুদি বসতি পরিদর্শন করেন।

সূত্র : আল জাজিরা