ট্রাম্পের ‘দাবি’ অনুযায়ী আলোচনায় বসতে প্রস্তুত হামাস

বিনিময়ে হামাস ‘যুদ্ধের সমাপ্তির স্পষ্ট ঘোষণা, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনিদের একটি কমিটি গঠন চায়, যারা অবিলম্বে তাদের দায়িত্ব শুরু করবে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে, তারা ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে’ প্রস্তুত। একে তারা ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষের কিছু ধারণা’ বলে অভিহিত করেছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বন্দীদের মুক্তির চুক্তিতে রাজি হওয়ার জন্য হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেয়ার পরপরই হামাসের পক্ষ থেকে এই বিবৃতি এলো।

হামাস বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। হামাস এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় এবং সকল বন্দীর মুক্তির বিষয়ে আলোচনার টেবিলে অবিলম্বে বসার জন্য প্রস্তুত রয়েছে।’

বিনিময়ে হামাস ‘যুদ্ধের সমাপ্তির স্পষ্ট ঘোষণা, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনিদের একটি কমিটি গঠন চায়, যারা অবিলম্বে তাদের দায়িত্ব শুরু করবে।’

এর আগে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এ সময় সেখান থেকে ২৫১ জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছে। ইসরাইল তাদের দেহাবশেষ ফেরত চাইছে।

সূত্র : এএফপি/বাসস