গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিলো ইসরাইল

ইসরাইলে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিলো ইসরাইল
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিলো ইসরাইল |বাসস

ইসরাইলে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর এই প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে। আজ সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ তথ্য জানান।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাটজের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমি ইসরাইলি সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে ৭ অক্টোবরের (২০২৩ সালের) পর প্রথমবারের মতো নিজ দেশের ওপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো।

সূত্র : এএফপি/বাসস