রসায়নে নোবেল পেলেন ফিলিস্তিনি শরণার্থী পরিবারের ওমর

চলতি বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা এমওএফ উদ্ভাবনের জন্য নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের অন্যতম ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেয়া ওমর এম ইয়াগি।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেয়া অধ্যাপক ওমর এম ইয়াগি
ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেয়া অধ্যাপক ওমর এম ইয়াগি |সংগৃহীত

চলতি বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা এমওএফ উদ্ভাবনের জন্য নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের অন্যতম ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেয়া ওমর এম ইয়াগি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা-মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার।

মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ওই সময় খুব বেশি ইংরেজি না জানলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন। এরপর সেখানেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন। তিনি তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।

সূত্র : আরাবিয়া