বারগুসির মুক্তির দাবি আন্তর্জাতিক ব্যক্তিত্বদের

বিশ্বের দুই শতাধিক বিশিষ্ট সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কমান্ডার মারওয়ান বারগুসির মুক্তির দাবি জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মারওয়ান বারগুছি
মারওয়ান বারগুছি |সংগৃহীত

বিশ্বের দুই শতাধিক বিশিষ্ট সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কমান্ডার মারওয়ান বারগুসির মুক্তির দাবি জানিয়েছেন।

৬৬ বছর বয়সী মারওয়ান বারগুসি ফাতাহ আন্দোলনের সদস্য এবং ফিলিস্তিনিদের অন্যতম জনপ্রিয় নেতা। দখলদার ইসরাইলের একটি আদালত দ্বিতীয় ইনতিফাদার সময় সশস্ত্র প্রতিরোধে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে দণ্ড দেয়। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ইসরাইলের কারাগারে আটক রয়েছেন।

কানাডার কবি, গল্পকার ও রাজনৈতিক কর্মী মার্গারেট অ্যাটউড, ব্রিটিশ অভিনেতা ইয়ান ম্যাককেলেন এবং ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনসহ বিশ্বের বহু পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরইমধ্যে মারওয়ান বারগুতির মুক্তির দাবিতে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

ব্রিটেনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিখ্যাত ইংলিশ ফুটবলার ও বিশ্লেষক গ্যারি লিনেকার, ব্রিটিশ লেখক ফিলিপ পুলম্যান, উপন্যাসিক জেডি স্মিথ এবং ফরাসি লেখক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যানি এরনোসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব।

এই বিষয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, তেল আবিব নতুন আইন পাস করতে চায়, যাতে ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দেয়া হবে। এই আইন বারগুসির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

সূত্র : পার্সটুডে