সৌদি আরবের ৪৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী যারা

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২৮টি দেশের সর্বমোট ১৭৯ জন প্রতিযোগী অংশ নেন। যা প্রতিযোগিতাটির ইতিহাসে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সংখ্যা। বাংলাদেশ থেকেও দুইজন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন
সৌদি আরবের ৪৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীরা
সৌদি আরবের ৪৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীরা |সংগৃহীত

সৌদি আরবে ৪৫তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে মক্কার গভর্নর যুবরাজ সৌদ বিন মিশআল উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২৮টি দেশের সর্বমোট ১৭৯ জন প্রতিযোগী অংশ নেন। যা প্রতিযোগিতাটির ইতিহাসে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সংখ্যা। বাংলাদেশ থেকেও দুইজন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশ নেন।

এ বছর হিফজুল কোরআনের পাশাপাশি, সুরলিত কণ্ঠ, তাফসিরসহ ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিজয়ীদের উপহার হিসেবে দেয়া হয়েছে ৪০ লাখ রিয়াল। এর পাশাপাশি ১০ লাখ রিয়ালের পুরস্কার অংশগ্রহণকারী সকলের মধ্যে ভাগ করে দেয়া হয়।

প্রথম ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন শাদের মোহাম্মদ আদম মোহাম্মদ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রিয়াল। দ্বিতীয় হয়েছেন সৌদি আরবের আনাস বিন মাজিদ। তিনি পেয়েছেন সাড়ে ৪ লাখ রিয়াল। তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার সানুজি বুখারি ইদরিস। তিনি পেয়েছেন ৪ লাখ রিয়াল।

দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সৌদি আরবের মানসুর বিন মুতঈব আল-হারবি। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ রিয়াল। দ্বিতীয় হয়েছেন আলজেরিয়ার আব্দুল ওয়াদুদ বিন সাদিরাহ। তিনি পেযেছেন ২ লাখ ৭৫ হাজার রিয়াল। তৃতীয় হয়েছেন ইথিওপিয়ার ইবরাহিম খাইরুদ্দীন মোহাম্মদ। তিনি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার রিয়াল।

তৃতীয় ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইয়ামেনের মোহাম্মদ দিমাজু আশ-শাবিঈ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ রিয়াল। দ্বিতীয় হয়েছেন শাদের মোহাম্মদ মোহাম্মদ কুছিঈ। তিনি পেয়েছেন ১ লাখ ৯০ হাজার রিয়াল। তৃতীয় হয়েছেন সেনেগালের বাদরু জাঁজ। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল। চতুর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের মোহাম্মদ আমিন হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার রিয়াল। পঞ্চম হয়েছেন ফিলিস্তিনের মোহাম্মদ কামাল মুন্সী। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার রিয়াল।

চতুর্থ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিসরের নাসর আব্দুল মাজিদ আমের। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার রিয়াল। দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার বায়ো উইবসোনো। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার রিয়াল। তৃতীয় হয়েছেন রিইউনিয়ন দ্বীপের তাহির বাতেইল। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার রিয়াল। চতুর্থ হয়েছেন সোমালিয়ার ইউসুফ হাসান উসমান। তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার রিয়াল। পঞ্চম হয়েছেন মালির বুবাকর দিকো। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার রিয়াল।

পঞ্চম ক্যাটাগরিতে প্রথম হয়েছেন থাইল্যান্ডের আনুবি ইনতারাত। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৬৫ হাজার রিয়াল। দ্বিতীয় হয়েছেন পর্তুগালের সালাহুদ্দীন হিসাম ওজানি। তিনি পেয়েছেন ৬০ হাজার রিয়াল। তৃতীয় হয়েছেন মিয়ানমারের শাইং ওনা সু। তিনি পেয়েছেন ৫৫ হাজার রিয়াল। চতুর্থ হয়েছেন হার্জেগোভিনা ও বসনিয়ার আব্দুর রহমান আব্দুল মুনঈম। তিনি পেয়েছেন ৫০ হাজার রিয়াল ও পঞ্চম হয়েছেন কসোভোর আনিস শাআলা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৪৫ হাজার রিয়াল।

الفائزون-في-المسابقة-السعودية-الدولية-الخامسة-والأربعين-للقرآن-الكريم11

এর আগে, গত ৯ আগস্ট ৪৫তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনাল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ। সে সময় তিনি বলেন, ‘সৌদির সর্বশ্রেষ্ঠ সম্মান হলো পবিত্র কোরআনের সেবা করা এবং হাফেজদের সম্মান জানানো। এই ঐতিহ্য সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের রাজত্বকালে শুরু হয়ে বর্তমান বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পর্যন্ত অব্যাহত রয়েছে।’

তখন তিনি জানিয়েছেছিলেন যে, প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয় স্পষ্ট ও স্বচ্ছ মানদণ্ড নির্ধারণ করেছে। সে লক্ষ্যে সৌদি আরব, উগান্ডা, মরক্কো এবং আলবেনিয়ার দক্ষ বিচারকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল নির্বাচন করা হয়। অবশেষে এই বিচারকদের বিচারের মাধ্যমেই বিজয়ীদের নাম প্রকাশ করা হলো।

সূত্র : সাবাক নিউজ