প্রথমবারের মতো ইসরাইল-সিরিয়ার প্রতিনিধি দলের বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইল-সিরিয়া পতাকা
ইসরাইল-সিরিয়া পতাকা |সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাসীন আহমদ শারা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি প্যারিসে ইসরাইলের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা (সানা) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ইসরাইলি ১২ চ্যানেল ঘোষণা করেছিল, শাসক গোষ্ঠীর কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

সিরিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু অংশ ইসরাইলি সেনাবাহিনীর দখলে থাকা অবস্থায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : পার্সটুডে