হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আল জাজিরার প্রতিনিধি পূর্ব লেবানন থেকে জানিয়েছেন, পূর্ব লেবাননের জান্তা এলাকার আশেপাশে ইসরাইলি জঙ্গিবিমান হামলা চালিয়েছে। তবে ইসরাইলি বাহিনী দাবি করছে, সেখানে হিজবুল্লাহর অস্ত্রাগার রয়েছে। আর ওই অস্ত্রাগার লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে।
একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে সিরিয়া সীমান্তের নিকটবর্তী জান্তা এলাকার আশেপাশে পূর্ব পর্বতমালার কাছাকাছি একটি উন্মুক্ত স্থানে হামলা করেছে ইসরাইলি জঙ্গি বিমান।
এদিকে, ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা পূর্ব লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা করেছে। সেখানে প্রতিরোধ আন্দোলন দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করতো।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে লেবাননের উপর হামলা শুরু করে। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে এটি একটি পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয়। এতে প্রায় চার হাজার মানুষ নিহত ও ১৭ হাজার মানুষ আহত হয়।
এরপর ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরাইল ও হিজবুল্লাহর মাঝে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও বারবার তা ভঙ্গ করেছে ইসরাইল। এছাড়া তারা এখনো লেবাননের পাঁচটি পয়েন্টে তাদের সেনা উপস্থিতি বজায় রেখেছে।
সরকারি তথ্যানুসারে, ইসরাইল এই চুক্তির সাড়ে চার হাজার বারের বেশি ভঙ্গ করেছে। এতে অন্তত ২৭৬ জন নিহত ও ৬১৩ জন আহত হয়েছে।
এদিকে, সাম্প্রতিক যুদ্ধে ইসরাইল অন্তত পাঁচটি পাহাড়ি উপত্যকা দখল করেছে। এছাড়া কয়েক দশক ধরে আরো কয়েকটি লেবানিজ এলাকার দখল ধরে রেখেছে তারা।
সূত্র : আল জাজিরা