লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে না পারলে ইসরাইলের সাথে যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।
সোমবার (২০ অক্টোবর) রাষ্ট্রদূতের সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
পোস্টে রাষ্ট্রদূত বলেন, বৈরুত যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে হিজবুল্লাহকে ইসরাইলের সাথে একটি চূড়ান্ত সঙ্ঘাতের মুখোমুখি হতে হবে। আর তা এমন এক সময় সঙ্ঘটিত হবে, যখন ইসরাইলের শক্তি থাকবে; এবং ইরানও হিজবুল্লাহর দুর্বল অবস্থানকে সমর্থন করবে।
ওই পোস্টে তিনি ব্যাখ্যা করেছেন, কিভাবে হিজবুল্লাহর ইস্যুটা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য লেবানিজ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পাবে। তিনি বলেন, হিজবুল্লাহকে যদি নিরস্ত্র না করা হয়, তাহলে দেশটির রাজনৈতিক সঙ্কট আরো গভীর হবে। যাতে বাধ্য হয়ে জাতীয় নির্বাচনকে মূলতবী করা লাগতে পারে।
উল্লেখ্য, লেবানন সরকার কিছুদিন আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে একটি ফরমান জারি করেছিলেন। কিন্তু দলটি তা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই ফরমান যদি মানা হয়, তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।
সূত্র : আল জাজিরা



