মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানি হামলার খবরের পর আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
সোমবার (২৩ জুন) রাতে কাতারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালানোর পর নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার।
এর আগে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ইরানি সরকারি মিডিয়া ও টিভি চ্যানেলগুলোর বরাতে জানা গেছে, সোমবার রাতে কাতারের দোহার মার্কিন ঘাঁটি আল উদেইদ এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলিতে ‘অপারেশন বাশায়ের আল-ফাতাহ’ নামে ইরানের সামরিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে এই প্রতিক্রিয়া ছিল বিপ্লবী গার্ড এবং নিয়মিত সেনাবাহিনীর একটি যৌথ অভিযান।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।
এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সাথে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।
ইসরাইলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।