যুক্তরাষ্ট্রের সমালোচনা ও হুঁশিয়ারির পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্ষমতাসীন জোটকে পার্লামেন্টে অধিকৃত পশ্চিমতীর সংযুক্তিকরণের বিল স্থগিত করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, জোটের চেয়ারম্যান ওফির কাটজ বলেছেন, নেতানিয়াহু তাকে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জুদেয়া ও সামারিয়ায় (পশ্চিমতীর) সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে কোনো প্রস্তাব না দেয়ার নির্দেশ দিয়েছেন।’
বুধবার ইসরাইলি পার্লামেন্ট নেসেট পশ্চিমতীর ও মা’আলে আদুমিম বসতিকে সংযুক্ত করার জন্য দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন করেছে। আইনে পরিণত হওয়ার জন্য উভয় খসড়াকে এখনো তিনটি অনুমোদন পাস করতে হবে।
এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে পশ্চিমতীর দখল করতে দেবেন না বলে জানান। ফলে ইসরাইল মার্কিন সমালোচনার মুখে পড়ে। বৃহস্পতিবার ইসরাইলে তিন দিনের সফরে আসা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেসেটের বিলকে ‘একটি বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল’ বলে অভিহিত করেন।
নেতানিয়াহু পশ্চিমতীরের সংযুক্তির বিলকে ‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসরাইল সফরের সময় বিরোধের বীজ বপন করার জন্য একটি ইচ্ছাকৃত রাজনৈতিক উস্কানি’ বলে অভিহিত করেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বিল দুটি নেসেটের বিরোধীদলের সদস্যদের পৃষ্ঠপোষকতায় হয়েছিল।
পশ্চিমতীরকে সংযুক্ত করলে জাতিসঙ্ঘের প্রস্তাবনায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের সম্ভাবনা কার্যকরভাবে শেষ হয়ে যাবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



