লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের
লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের |আনাদোলু এজেন্সি

লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এই দাবি করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গতকাল দক্ষিণ লেবাননের সিডন এলাকায় এক হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে। নিহতদের একজন লেবাননের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

তবে এ ঘটনায় হিজবুল্লাহ বা লেবানন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে।

গাজা যুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলে হামলা শুরু করেছিল লেবাননের হিজবুল্লাহর। এরপর হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের নানা মানুষ হতাহত হয়। এরপর ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এ পর্যন্ত ইসরাইলি হামলায় চার হাজারের বেশি লেবানিজ নিহত হয়েছে। এছাড়া আরো ১৭ হাজারের মতো আহত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির অধীনে জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করার কথা ছিল। এর প্রেক্ষাপটে তারা আংশিকভাবে বাহিনী প্রত্যাহার করেছে। এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে তাদের সামরিক উপস্থিতি বজায় রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি