ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি আপাতত হচ্ছে না : সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনই সরাসরি আলোচনায় বসতে যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মার্কিন প্রশাসন আমাদের এই ধরণের আলোচনায় পৌঁছাতে সাহায্য করবে।’

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। |সংগৃহীত

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সরাসরি আলোচনা আপাতত হচ্ছে না বলে সোমবার (১০ নভেম্বর) জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন। এর মধ্যেই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো।

শারা স্পষ্টভাবে সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের অব্যাহত দখলদারিত্বের দিকে ইঙ্গিত করেন। ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর তা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়।

ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে সিরিয়ার পরিস্থিতি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর থেকে আলাদা। সিরিয়ার সাথে ইসরাইলের সীমান্ত রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি ইসরাইল দখল করে আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এখনই সরাসরি আলোচনায় বসতে যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মার্কিন প্রশাসন আমাদের এই ধরণের আলোচনায় পৌঁছাতে সাহায্য করবে।’

ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরাইল ও বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি হয়। বাহরাইন, মরক্কো, সুদান ও সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিতে যোগ দেয়। সবশেষ কাজাখস্তান গত সপ্তাহে এই চুক্তিতে যোগ দেয়।

এর আগে, ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছিলেন, সিরিয়া ও সৌদি আরব স্বাভাবিকীকরণ চুক্তিতে যোগ দেবে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি