গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হবে : ট্রাম্প

তবে দ্বিতীয় ধাপটি কবে শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হবে বলে বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয় ধাপটি কবে শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। কেবল বলেছেন, সবকিছু ভালোভাবেই চলছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনির নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। কিছু মানুষ গুরুতর আহত হয়েছে, কিছু মানুষ সম্ভবত মারাও গেছে।’

তিনি বলেন, ’তারা আমাকে বলেছে এটা কিছুক্ষণ আগেই ঘটেছে। কিন্তু এটা (যুদ্ধবিরতি) খুব ভালোভাবেই চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় আছে। মানুষ এটা বুঝতে পারে না।’

এর আগে, রাফাহতে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে ইসরাইলি সৈন্যদের আহত হওয়ার ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেয়ার হুমকি দেন। এর পরপরই এই হামলা চালানো হয়।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এতে গাজার পুনঃনির্মাণ এবং হামাস ছাড়াই একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু। এতে আহত হয়েছে আরো প্রায় এক লাখ ৭১ হাজার মানুষ।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি