গাজার ধ্বংসস্তুপের নিচ থেকে ৪০ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার

গাজার ধ্বংসস্তুপের নিচ থেকে ৪০ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা ‍উপত্যকায় ইসরাইলি হামলার পরের দৃশ্য
গাজা ‍উপত্যকায় ইসরাইলি হামলার পরের দৃশ্য |সংগৃহীত

গাজার ধ্বংসস্তুপের নিচ থেকে ৪০ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার উপত্যকার সিভিল ডিফেন্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার সিভিল ডিফেন্স সূত্রে আল জাজিরা জানিয়েছে, ইসরাইল স্থল পথে গাজা সিটিতে চূড়ান্ত আঘাত হেনেছে। এ সময় তারা গাজার বিভিন্ন ভবন বোমা হামলা করে ধসিয়ে দিয়েছে। এমনি একটি ধ্বংসস্তুপে অন্তত ৪০ ঘণ্টা আটকে ছিল ফিলিস্তিনি শিশু মীরা মাসউদ।

সূত্রটি আরো জানিয়েছে, গাজা সিটির আদ-দারজ এলাকার একটি ধ্বংসস্তুপের নিচে আটকে ছিল মীরা।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১ লাখ ৬৫ হাজার ৩১২ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।

আর এই যুদ্ধে ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এছাড়া আরো ২০০ জন বন্দী হয়েছে। যাদের কিছু ইতোমধ্যে মুক্ত হয়েছে। কিছু ইসরাইলি হামলায় নিহত হয়েছে। এখনো বন্দী আছে আরো কিছুজন।

সূত্র : আল জাজিরা