গাজা দখলের জন্য ১ লাখ সেনা মোতায়েন করবে ইসরাইল

ধারণা করা হচ্ছে, গাজা সিটি ও উত্তরাঞ্চলীয় শহর দখলের জন্য ২০২৬ সাল পর্যন্ত সামরিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, এসব এলাকায় হামাসের সক্রিয় তৎপরতা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ইসরাইলের হামলার দৃশ্য
গাজায় ইসরাইলের হামলার দৃশ্য |আল জাজিরা

গাজা দখলের জন্য ৮০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েন করার কথা ভাবছে ইসরাইলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরাইলি গণমাধ্যম ইয়েদিউত আহরনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে গাজা দখলের প্রক্রিয়া নিয়ে বৈঠক হবে। সেখানে গাজা দখলের প্রক্রিয়া ও হামাসকে প্রতিরোধের উপায় নিয়ে সিদ্ধান্ত হবে।

ইসরাইলি গণমাধ্যমটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, গাজা সিটি ও উত্তরাঞ্চলীয় শহর দখলের জন্য ২০২৬ সাল পর্যন্ত সামরিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। ইসরাইলি কর্মকর্তারা মনে করছেন, এসব এলাকায় হামাসের সক্রিয় তৎপরতা রয়েছে।

জানা গেছে, গাজায় বন্দী ইসরাইলিদের পরিবার সরকারের নতুন এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে। তারা এটিকে নিজেদের বন্দী স্বজনের জীবনের জন্য হুমকি মনে করছে। এর পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোম্পানির কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ব্যাপক ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আগামী ১৭ অক্টোবর ধর্মঘট করে জনজীবন অচল করে দেবে তারা। এর মধ্য দিয়ে সরকারের উপর তারা চাপ সৃষ্টি করতে চায়।

সূত্র : আল জাজিরা