ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার বলেছেন, তিনি আশা করছেন, গাজার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘খুব শিগগিরই’ প্রবেশ করা সম্ভব হবে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কিভাবে গাজায় হামাসের শাসনের ইতি টানা যায়, আমরা তা নিয়ে আলোচনা করেছি। প্রথম ধাপ শেষ হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় ধাপে যাওয়ার আশা করছি, যা আরো কঠিন হবে।
সূত্র : এএফপি/বাসস



