আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার মস্কোয় তার প্রথম সফরে রাশিয়াকে সাবেক শাসক স্বৈরশাসক বাশার আল-আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন।

নয়া দিগন্ত অনলাইন
আহমদ শারা
আহমদ শারা |সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার মস্কোয় তার প্রথম সফরে রাশিয়াকে সাবেক শাসক স্বৈরশাসক বাশার আল-আসাদকে হস্তান্তরের অনুরোধ করবেন। সরকারি একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না দেওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ‘শারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে, বিশেষ করে বাশার আল-আসাদকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করবেন’। গত বছরের ৮ ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, শারা বুধবার ‘দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাধারণ স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য এক সরকারি সফরে’ রাশিয়ায় পৌঁছেছেন।

সূত্র : এএফপি/বাসস