গাজা সিটি পুনর্গঠনে ২৫০টি ভারী যান প্রয়োজন : গাজা সিটি মেয়র

গাজা সিটি পুনর্গঠনে ২৫০টি ভারী যান প্রয়োজন বলে জানিয়েছে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সারা।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটি
গাজা সিটি |বাসস

গাজা সিটি পুনর্গঠনে ২৫০টি ভারী যান প্রয়োজন বলে জানিয়েছে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সারা। রোববার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহিয়া বলেন, ইসরাইল গাজা সিটিতে কোনো ভারী যান প্রবেশ করতে দিচ্ছে না। এতে পৌরসভা কর্তৃপক্ষ পুনর্গঠনমূলক কাজে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে।

তিনি আরো বলেন, এখন আমাদের অন্তত ২৫০টি ভারী যান প্রয়োজন। এছাড়া পুনর্গঠনের কাজ অনেকটাই অসম্ভব হয়ে পড়বে।

এ সময় গাজা সিটির পানির সুবিধা নিশ্চিত করার জন্য অন্তত ১ হাজার টন সিমেন্টও প্রয়োজন বলেও জানান তিনি।

সূত্র : আল জাজিরা